ডা. রাতুল মাহমুদ সজল ২০০৪ সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এ্যন্ড সার্জারী) ডিগ্রী অর্জন করেন। সেই বছরই ”ম্যাজিক অফ এ সিঙ্গেল ডোজ” নামে হোমিওপ্যাথি বিষয়ক গবেষনামূলক বই লেখার জন্য ”বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা)” তাঁকে স্বর্নপদক প্রদান করে। ডিএইচএমএস শেষ করার পরেপরেই তিনি কোলকাতা চলে যান এবং সেখানে ”সেন্ট্রাল ক্যালকাটা মেডিকেল এ্যন্ড টেকনোলজীক্যাল রিসার্চ ইন্সটিটিউট (CCMTRI)” এ ভর্তি হয়ে কৃতিত্বের সাথে FWT ডিগ্রী অর্জন করেন। দেশে ফিরে ২০০৫ সালে তিনি ”রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” এ প্রভাষক পদে যোগদান করেন। ভালো শিক্ষক এবং চিকিৎসক হওয়ার পাশাপাশি ক্রমে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের একজন, একের পর এক বিভিন্ন বিজ্ঞান সেমিনারে অংশগ্রহন করে পেতে থাকেন অসংখ্য সম্মাননা স্মারক। ২০১৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হোমিওপ্যাথির সর্বোচ্চ ডিগ্রী বিএইচএমএস (ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন এ্যন্ড সার্জারী) অর্জন করেন। হোমিওপ্যাথিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরপ Homeopathic physician social welfare organization (HPSWO) ২০১৯ সালে পুনরায় তিনি স্বর্নপদকে ভূষিত হন। ২০২২ সালে তিনি রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বেচ্ছ্বায় পদত্যাগ করেন।
Comments section !