ডা. রাতুল মাহমুদ সজল
নওয়াব আলী হোমিও চিকিৎসালয়
Years Exp
Satisfied Patient
Trained People
Published Books
আমার সন্তুষ্ট রোগীদের কিছু মূল্যবান মন্তব্য
দীর্ঘদিন ধরে আমি সাইটিকার রোগে ভুগছিলাম। শরীর ও মনের অসহ্য যন্ত্রণা আমাকে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু নওয়াব আলী হোমিওপ্যাথিক চিকিৎসালয়ে ডাঃ রাতুল মাহমুদ সজল সাহেবের চিকিৎসায় থেকে আমি সম্পূর্ণ সুস্থতা ফিরে পেয়েছি। তাঁর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমার শারীরিক সমস্যা সমাধান করেননি, মানসিক চাপ দূর করতেও সাহায্য করেছেন। সবশেষে, আমি সকল রোগীদের প্রতি আহ্বান জানাব, আপনারা হাল না ছেড়েন। চিকিৎসকদের উপর আস্থা রাখুন এবং নির্দেশনা অনুসরণ করুন। আপনারাও অবশ্যই আরোগ্য লাভ করবেন ইন শা আল্লাহ।
কী বলব বুঝতেই পারছি না! একদিন রাতে আমি হঠাৎ আমার তলপেটে প্রচন্ড ব্যাথা অনুভব করলাম। পরদিন সকালে আমি নিকটবর্তী একটি ক্লিনিকে গেলাম এবং সেখানে আল্ট্রাস্নোগ্রাফিতে আমার কীডনির পাথর ধরা পড়লো। তারা বলছিলো এটা অপারেশন কেস। পরবর্নতীতে আমার পরিচিত একজনের পরামর্শে আমি নওয়াব আলী হোমিও চিকিৎসালয়ের ডাঃ রাতুল মাহমুদ সজল সাহেবের কাছে ধৈর্য্য ধরে চিকিৎসা নিলাম। আমি বর্তমানে কিডনি পাথর থেকে বিনা অপারেশনে মুক্তি পেয়েছি। তাঁর নির্দেশনা, পরামর্শ ও চিকিৎসায় আমাকে রোগমুক্ত করেছে। আমি চিরকালই তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।
কী আর বলবো সেই সময়ের কথা! মাথায় সেই বিরক্তিকর দাগগুলো দেখে প্রতিদিনই মনটা খারাপ হয়ে যেত। অনেকেই জিজ্ঞেস করতেন কী হয়েছে, কেন এরকম হয়েছে। আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ডাঃ রাতুল স্যারের কাছে চিকিৎসা নিয়ে আমি সেই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছি। তাঁর প্রদত্ত চিকিৎসা ও ওষুধের কারণে মাথার চুল আবার গজিয়ে উঠেছে।
সবশেষে, আমি সবাইকে বলব, যে কোন শারীরিক সমস্যার জন্যে রাতুল সারের পরামর্শ নিন এবং চিকিৎসা করান। নিশ্চয়ই আপনারাও সুস্থতা ফিরে পাবেন। শুধু আস্থা ও ধৈর্য রাখতে হবে।