নওয়াব আলী হোমিও চিকিৎসালয় (ডাঃ নওয়াব আলী প্রফেসরের বাসা), ৩৬৬, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
+৮৮০-১৭২০-৬৬৭১১৭
এ্যক্লাশিয়া কার্ডিয়া (Achalasia cardia)

এটি এমন একটি রোগাবস্থা যে ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত গোলযোগের কারনে খাদ্যনালী বা Oesophagus -এর পেশীর স্বাভাবিক সংকোচন এবং সম্প্রসারন ক্ষমতা (Peristalsis) কমে যায়, ফলে পানাহারের সময় খাদ্য গিলতে মারাত্মক কষ্ট এবং অসুবিধাবোধ হয়, বিশেষ সময়ে খাদ্য ছিটকে বাইরে বেরিয়ে আসে।

ইসোফেগাস বা খাদ্যনালীর যে স্বাভাবিক সংকোচন এবং সম্প্রসারন ক্ষমতা আছে, এ্যক্লাশিয়া কার্ডিয়া হলে সেই ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, ইসোফেগাসের নিচের যে অংশ পাকস্থলীতে প্রবেশ করেছে সেই Gastroesophageal sphincter নামক অংশের পেশী, ইসোফেগাসের পেশীর সাথে সম্মিলিতভাবে উন্মোচন- বিমোচন হতে পারে না।

এ্যক্লাশিয়া কার্ডিয়া সচরাচর দৃষ্ট কোন রোগ নয় এবং মোট জনগোষ্ঠির ১ লক্ষ জনের মধ্যে মাত্র ১ জন এ রোগে আক্রান্ত হন।

কারন (Causation)

  • প্রকৃত কারন অজানা।
  • আউরবাক’স প্ল্যেক্সাস (Auerbach's plexus) এর গ্যাংলিওনিক সেলের অকার্যকারীতা।
  • বিশেষ কিছু ভাইরাস যেমন, ভেরিসিলা জোস্টার (Varicella zoster)। 
  • বিশেষ কিছু পরজীবি যেমন, ট্রিপ্যানোসোমা ক্রজাই (Trypanosoma cruzi)।
  • কখনো কখনো বংশগত কারন দায়ী থাকে (কদাচিত)।

কারা অধিক আক্রান্ত হন (More prone to)

নারীরা অধিক আক্রান্ত হন।

২০ থেকে ৪০ বছর বয়সীরা অধিক আক্রান্ত হন।

ক্লিনিক্যাল ফিচারস্ (Clinical features) 

লক্ষন (Symptoms) 

⮊. ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে।

⮊. খাবারের পর স্টার্নামের পেছনে অথবা ইপিগ্যাস্ট্রিয়ামের 

কাছে একটা পিন্ড থাকার মতো অনুভূত হবে।

ঢোক গিলতে কষ্ট হবে।

⮊. প্রথম অবস্থায় অস্থায়ীভাবে, মাঝেমাঝে হবে।

⮊. ধীরে ধীরে স্থায়ী সমস্যার সৃষ্টি হবে।

⮊. তরল খাদ্য গিলতে অসুবিধা হবে।

⮊. শক্ত খাদ্য গিলতে-ও অসুবিধা হবে, তবে ততটা নয়।

⮊. পরবর্তীতে তরল ও শক্ত, উভয়ধরনের খাবারই গিলতে অসুবিধা হবে।

⮊. মনে হবে যেন স্টার্নামের পেছনে অথবা ইপিগ্যাস্ট্রিয়ামের কাছে একটা কিছু আটকে আছে।

⮊. শোয়া অবস্থায় হঠাৎ নাক-মুখ দিয়ে কয়েকঘন্টা পূর্বের খাবার অভূক্ত অবস্থায় উঠে আসবে।

      ↳ . রাত্রে এ অবস্থা বৃদ্ধি পাবে।

      ↳ . অভূক্ত খাদ্য দূ:র্গন্ধযুক্ত হবে।

⮊. প্রায়ই বুকব্যথা হবে।

⮊. রাত্রে কাশি হবে।

⮊. নিউমোনিয়া হবার সম্ভাবনা থাকবে (বারবার বিষম লাগাজনিত খাদ্যকনা ফুসফুসে প্রবেশের কারনে)।

চিন্থ (Signs)

  • রোগীকে জীর্নশীর্ন দেখাবে।
  • দূর্বল ও ক্লান্ত দেখাবে।
  • ওজন কমে যাবে।

ব্যবস্থাপনা (Management) 

  • রোগীকে আস্বস্ত করতে হবে।
  • অবশ্যই লক্ষনসাদৃশ্যে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন ও প্রয়োগ করতে হবে।
  • আহারের পর অন্তত: ২-১ ঘন্টা শোয়া পরিহার করতে হবে।
  • অত্যাধিক পরিশ্রম পরিহার করতে হবে।
  • গলা ও পেটে আঁটসাঁট পোশাক পরিহার করতে হবে।
  • অপেক্ষাকৃত নরম খাবার খেতে হবে।
  • বরফ শীতল খাদ্যপানীয়, মদ্যপান, পান-গুল-দোক্তা পরিহার করার পরামর্শ দিতে হবে।

জটিলতা (Complications)

প্রাথমিক অবস্থায় চিকিৎসিক হলে ৭৫% সম্ভাবনা থাকে আরোগ্য হবার। ২য় বা ৩য় পর্যায়ের হলে আরোগ্যের সম্ভাবনা কম। ৪র্থ পর্যায়ের হলে চিকিৎসায় আরোগ্য হবার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

পালমোনারী ফাইব্রোসিস।

ইসোফেগাসের কার্সিনোমা।

প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigations) 

  • Barium swallow X-ray of the oesophagus.(প্রসারিত পাওয়া যাবে)।
  • Rigid oesophagoscopy under general anaesthesia.
  • Endoscopy.

বিশেষ দ্রষ্টব্য

হোমিওপ্যাথিতে এ্যক্লাশিয়া কার্ডিয়ার চমৎকার চিকিৎসা আছে, অন্য চিকিৎসায় সার্জারী এ রোগের একমাত্র চিকিৎসা।

সংক্ষেপে

এ্যক্লাশিয়া কার্ডিয়া একটি দুর্লভ স্নায়ুসংক্রান্ত খাদ্যনালী রোগ যাতে খাদ্য গিলতে বিরাট অসুবিধা হয়। এর প্রধান লক্ষণগুলি হলো ধীরে ধীরে খাদ্য গিলতে অসুবিধা বৃদ্ধি পাওয়া, খাওয়ার পর বুকের অঞ্চলে বেদনা ও অসহায় অনুভূতি হওয়া এবং রাতে খাবার উলটে আসা। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর স্পষ্ট লক্ষণগুলির উপর নির্ভর করে সঠিক ঔষধ প্রয়োগ করলে সফলভাবে রোগটির প্রতিকার করা সম্ভব। তবে পর্যায়ক্রমে রোগটি গভীরতর আকার ধারণ করলে সম্পূর্ণ আরোগ্য লাভের সম্ভাবনা কমে যায়। সুতরাং প্রাথমিক পর্যায়েই আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *