একে শুধু রোজেশিয়া (Rosacea)-ও বলা হয়। এটি সচরাচর দৃষ্ট ত্বকের একটি রোগ, যাতে গালে, নাকে, চিবুকের ত্বকের নিচের সূক্ষ্ম রক্তনালীগুলোতে প্রদাহের সৃষ্টি হয় ফলে উক্ত স্থানের ত্বক উজ্বল লালাভবর্নের ধারণ করে। এ্যক্নে রোজেশিয়া খুব ধীরে ধীরে সৃষ্টি হয় এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহন না করলে দূরারোগ্য অবস্থার সৃষ্টি হতে পারে। তবে দৃশ্যতঃ খারাপ লাগা ছাড়া এটি বিপদজনক কোন রোগ নয়।
কারন (Causation)
- প্রকৃত কারন অজানা।
- বংশগত কারন।
- অত্যাধিক রৌদ্রতাপ অথবা অত্যাধিক ঠান্ডা।
- মদ্যপান।
- অত্যাধিক চা-কফি পান।
- মেনোপজ।
- হরমোনসংক্রান্ত ত্রুটি।
কারা অধিক আক্রান্ত হন (More prone to)
- সাধারনত: ৩০ বছর বয়সের পর হয়।
- ফর্সারা অধিক আক্রান্ত হন, তবে কালোরাও আক্রান্ত হতে পারেন।
- নারীরা অধিক আক্রান্ত হন।
- যাঁরা সামান্যতে অত্যাধিক উত্তেজিত হয়ে ওঠেন তাঁরা অধিক আক্রান্ত হন।
ক্লিনিক্যাল ফিচার’স (Clinical feature's)
লক্ষন (Symptoms)
⮊. ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে।
⮊. মুখমন্ডলে উত্তাপের ঝলক্ অনুভব করবে।
⮊. গালে, কপালে, নাকে, চিবুকে লালবর্নের ছোপ ছোপ দাগ দেখা দেবে যা ক্রমশ: বৃদ্ধি পাবে।
⮊. আক্রান্ত স্থানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দানাযুক্ত উদ্ভেদ দেখা যাবে।
⮊. উদ্ভেদগুলোর কোন কোনটিতে পূঁজ দেখা দিতে পারে।
⮊. আক্রান্ত স্থানের ত্বক মোটা হয়ে যাবে এবং ফাটাফাটা হয়ে যাবে।
⮊. আক্রান্ত স্থানের ত্বক সুড়সুড় করবে এবং চুলকাবে।
⮊. আক্রান্ত স্থানের ত্বকে জ্বালা করা অনুভূতি হবে।
⮊. অত্যাধিক ঠান্ডা বা রৌদ্রতাপ থেকে আসার পর উপসর্গগুলো বৃদ্ধি পাবে।
⮊. নাক বড়, ফোলা এবং মোটা দেখাবে, যাকে Rhinophyma rosacea বলে।
⮊. অনেকের চোখ এবং চোখের পাতা আক্রান্ত হয়, যাকে Ocular rosacea বলে। এতে,
⮲. চোখ লাল হয়ে যাবে।
⮲. চোখের পাতা ফুলে উঠবে।
⮲. চোখ চুলকাবে।
⮲. চোখের পাতায় লালাভবর্নের রোজেশিয়া দেখা দেবে।
⮲. আলোর দিকে তাকাতে কষ্ট হবে।
⮲. চোখে ঝাপসা দেখবে এবং চোখ দিয়ে জল ঝরবে।
চিন্থ (Sign's)
⮊. দুই গালে, কপালে, নাকে অথবা চিবুকে লালবর্নের চওড়া ছোপ দেখতে পাওয়া যাবে।
⮊. আক্রান্ত স্থানের ত্বকে ক্ষুদ্র উদ্ভেদ (খুবই ছোট, এমনকি ভালোভাবে খেয়াল না করলে দেখাও যাবে না) দেখা যাবে।
⮊. নাকের অগ্রভাগ লাল এবং গোল টুপির মতো দেখাবে।
ব্যবস্থাপনা (Management)
☑. রোগীকে আশ্বস্ত করতে হবে।
☑. খুব গুরুত্বের সাথে রোগীলিপি সংগ্রহকরণ এবং লক্ষনসাদৃশ্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে হবে।
☑. অত্যাধিক উত্তাপ এবং অত্যাধিক ঠান্ডা পরিহারের পরামর্শ দিতে হবে।
☑. আক্রান্ত স্থান জোরে ঘষা পরিহার করতে হবে।
☑. নূন্যতম দুইবার ঈষদূষ্ণ জল-সাবান দিয়ে আক্রান্ত স্থান ধৌত করার পরামর্শ দিতে হবে।
☑. উগ্র সাবান এবং কস্মেটিক্স পরিহারের পরামর্শ দিতে হবে।
☑. উগ্র খাদ্য পরিহারের পরামর্শ দিতে হবে।
☑. মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহারের পরামর্শ দিতে হবে।
☑. অপ্রয়োজনীয় ঔষধ সেবন পরিহার করতে হবে।
☑. পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শান্ত থাকার পরামর্শ দিতে হবে।
☑. পুষ্টিকর ও সহজপাচ্য খাদ্যগ্রহনের পরামর্শ দিতে হবে।
প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigation)
গুরুত্বপূর্ন নয়।
উল্লেখ্যঃ এ্যক্নে ভাল্গারিস / ব্রন (Acne vulgaris) সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
শেষ বিবেচনায়
যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।
আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়
বি.এইচ.এম.এস.
নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
One thought on “এ্যক্নে রোজেশিয়া (Acne Rosacea)”