এ্যালার্জিজনিত নাকের অভ্যান্তরের শৈল্মিকঝিল্লীর প্রদাহ হলে তাকে Allergic rhinitis বা এ্যালার্জিজনিত নাসিকা প্রদাহ বলা হয়। আগে এটিকে হে ফিভার (Hay fever) বলা হতো। এ্যালার্জিক রাইনাইটিস সচরাচর দৃষ্ট এ্যালার্জিজনিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম।
কারা অধিক আক্রান্ত হন (More prone to)
- ১৫ থেকে ৪৫ বছর বয়সীরা অধিক আক্রান্ত হন।
- পুরুষ অপেক্ষা নারীরা অধিক আক্রান্ত হন।
- যাঁরা আদ্র, ঠান্ডা, স্যাঁৎসেতে পরিবেশে বসবাস করেন তাঁরা অধিক আক্রান্ত হন।
- বিভিন্ন পেশাজীবির মানুষ যেমন তুলোর ব্যাবসায়ী, পল্ট্রি খামারী, রাসায়নিক দ্রব্য নিয়ে কর্মরত ব্যক্তিরা অধিক আক্রান্ত হন।
ক্লিনিক্যাল ফিচারস্ (Clinical features)
লক্ষন (Symptoms)
⮊. নাক সুড়সুড় করবে এবং হাঁচি পড়বে, যা
➤. সাধারণতঃ সকালে ঘুম থেকে ওঠার পর, পানি নাড়ার পরেপরেই শুরু হবে।
➤. একসাথে ৬/৭ টা অথবা তারও অধিক হাঁচি পড়বে।
➤. নাক দিয়ে কাঁচা জলের মতো স্রাব নিঃসরণ হবে।
➤. নাক-চোখ লাল হয়ে যাবে।
➤. ক্রমে সূর্যতাপ বৃদ্ধির সাথেসাথে রোগীর হাঁচি পড়া কমতে থাকবে।
⮊. দীর্ঘদিন বন্ধ থাকা কোন বাক্সের ঢাকনা খুললে, ঝাড়– দিলে, বালিশ, তোষক, বিছানা ঝাড়– দিলে একসাথে অনেক হাঁচি পড়বে।
⮊. রান্না করার সময় মশল্লার ঝাঁঝে একাধিক হাঁচি পড়া শুরু হবে।
⮊. কয়েল, এ্যারোসল বা যে কোন ধরণের স্প্রে ব্যবহারে হাঁচি পড়া শুরু হবে।
⮊. প্রায়শঃ-ই পর্যায়ক্রমে নাকের অবরুদ্ধতা দেখা দেবে।
⮊. প্রায়শঃ-ই মাথাব্যথা এবং মাথায় ভারবোধ অনুভূত হবে।
⮊. চোখের চারিপাশে কালো কালির মতো বৃত্তাকার দাগ দেখা যেতে পারে।
⮊. চোখ চুলকাবে এবং চোখ লাল হয়ে যাবে। আক্রমন অবস্থায় চোখ দিয়ে পানি আসতে পারে।
⮊. অনেকের ক্ষেত্রে গোসলের সময় শ্যাম্পু অথবা সাবান ব্যবহারের পর লক্ষনগুলো বৃদ্ধি পেতে দেখা যায়।
⮊. ঘ্রান সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
⮊. কারো কারো ক্ষেত্রে সারা বছর সমস্যাগুলো স্থায়ীভাবে হতে পারে তবে অধিকাংশ রোগী আবহাওয়া পরিবর্তনের সময়, বসন্তকালে এবং শীতকালে এ সমস্যায় অধিক আক্রান্ত হন।
চিন্থ (Signs)
- একসাথে অনেকগুলো হাঁচি।
- নাক-চোখ লাল দেখাবে।
- চোখের চারপাশে বৃত্তাকার কালো দাগ।
জটিলতা (Complications)
- সাইনাসের প্রদাহ (Sinusitis)।
- শ্রবনশক্তি ও ঘ্রানশক্তি হ্রাস পাওয়া।
- হাঁপানি (Asthma)।
ব্যবস্থাপনা (Management)
- রোগীকে আশ্বস্ত করতে হবে।
- সামগ্রীক লক্ষনের ভিত্তিতে ঔষধ নির্বাচন এবং প্রয়োগ করতে হবে।
- খুব সকালে উঠে, যথাসম্ভব পানি কম নাড়ার পরামর্শ দিতে হবে।
- সবসময় মাস্ক পরিধানের পরামর্শ দিতে হবে। রান্না বা ঝাড়– দেয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
- মেঝেতে কার্পেট থাকলে তা সরিয়ে ফেলাই উত্তম।
- ধূমপানের অভ্যাস থাকলে, অবশ্যই তা পরিহারের পরামর্শ দিতে হবে।
- গৃহপালিত পশুপাখি থেকে দূরে থাকতে হবে।
- তুলোর ব্যাবসায়ী বা পল্ট্রি খামারী হলে পেশা পরিবর্তনের পরামর্শ দিতে হবে।
প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigations)
- CBC.
- Serum IgE.
- Total circulating eosinophil count.
- Chest X-ray P/A view.
বিভিন্ন প্রকার এ্যালার্জি নিয়ে অন্যান্য ব্লগে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুনঃ
যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।
আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়
বি.এইচ.এম.এস.
নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
3 thoughts on “এ্যালার্জিক রাইনাইটিস (Allergic Rhinitis)”