এ্যলোপেশিয়া ইউনিভার্সালিস একটি দূঃর্লভ প্রকৃতির কেশ বা চুলবিহীন অবস্থা যেক্ষেত্রে শরীরের কোথাও কোন চুলের অস্তিত্ব পাওয়া যায় না। এটি একটি জিনগত রোগ (Genetic disease)। এ্যলোপেশিয়া ইউনিভার্সালিস একাই একটি Sign।
কারন (Causation)
- প্রকৃত কারন অজানা।
- বংশগত কারন।
- অটো ইমিউন ডিজিজ (Autoimmune diseases)।
- এ্যলোপেশিয়া টোটিালিজ।
- হাইপারথাইরয়েডিজম।
কারা অধিক আক্রান্ত হন (More prone to)
- যে কেউ যে কোন বয়সে আক্রান্ত হতে পারেন তবে ২৫ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা অধিক আক্রান্ত হন।
- পুরুষরা অধিক আক্রান্ত হন, তবে নারীরাও আক্রান্ত হতে পারেন।
- যাঁদের পরিবারে এ্যলোপেশিয়া এরিয়েটা অথবা এ্যলোপেশিয়া টোটালিজের ইতিহাস আছে তাঁরা অধিক আক্রান্ত হন।
ক্লিনিক্যাল ফিচারস (Clinical features)
লক্ষন (Symptoms)
- খুব ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে।
- এ্যলোপেশিয়া টোটালিজের ইতিহাস থাকবে।
- রৌদ্রে কষ্ট হবে এবং উত্তাপ অসহ্য মনে হবে।
- ত্বকে ঘাম হবে না বলে ত্বক রুক্ষ, শুষ্ক এবং টানটান অনুভব হতে পারে।
- ভ্রু এবং চোখের পাঁপড়ি না থাকা হেতু আলোর দিকে তাকাতে কষ্ট হবে এবং চোখ সংকুচিত করে তাকাবে।
চিন্থ (Sign's)
সমস্ত শরীর চুল বা লোমবিহীন, এমনকি দাঁড়ি, গোঁফ, ভ্রু-ও।
চোখ দু’টো উজ্বল আলোতে সংকুচিত।
প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigation)
গুরুত্বপূর্ন নয়।
ব্যবস্থাপনা (Management)
- রোগীকে আশ্বস্ত করতে হবে।
- লক্ষনসাদৃশ্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে হবে।
- ধৈর্য্য সহকারে ঔষধ সেবনের পরামর্শ দিতে হবে।
- মানসিক চাপ ও অবসাদমুক্ত থাকার পরামর্শ দিতে হবে।
- অপ্রয়োজনীয় ঔষধ পরিহারের পরামর্শ দিতে হবে।
- পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্যগ্রহনের পরামর্শ দিতে হবে।
- যথাসম্ভব রৌদ্রতাপ এড়িয়ে চলার পরামর্শ দিতে হবে।
- সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেয়া যেতে পারে।
এ্যালোপেশিয়া (Alopecia) বা চুলপড়া নিয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।
আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়,
বি.এইচ.এম.এস.
নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
2 thoughts on “এ্যলোপেশিয়া ইউনিভার্সালিস (Alopecia Universalis)”