নওয়াব আলী হোমিও চিকিৎসালয় (ডাঃ নওয়াব আলী প্রফেসরের বাসা), ৩৬৬, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
+৮৮০-১৭২০-৬৬৭১১৭
এনিমিয়া (Anaemia) বা রক্তাপ্লতা

এনিমিয়া বা রক্তাল্পতা এমন একটি অবস্থা, যে ক্ষেত্রে, বয়স এবং লিঙ্গভেদে, শরীরে লোহিত রক্ত কনিকার মধ্যে অবস্থিত হিমোগ্লোবিনের ঘাটতির কারনে দেহের কোষকলায় যথেষ্ট পরিমানে অক্সিজেন সরবরাহ হয় না, এবং আক্রান্ত রোগী বিভিন্নধরণের সমস্যার সম্মুখীন হয়।

শ্রেনীবিভাগ (Classification)

বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এনিমিয়ার শ্রেনীবিভাগ করা হয়েছে, যদিও মূল বিষয়টি একই আর তা হলো, রক্তের নিজস্ব আকৃতিগত ও নিজস্ব রোগগত কারন এবং অন্যান্য রোগজনিত কারন। নিচের শ্রেনীবিভাগটি একটু ভালোভাবে পড়লে বিষয়টি অনেকাংশে সহজবোধ্য হবে।

⮊. শরীরবৃত্তীয় শ্রেনীবিভাগ (Morphological classification)

①. নরমোসাইটিক নরমোক্রোমিক এনিমিয়া (Normocytic normochromic anaemia)

  1. তরুন প্রকৃতির রক্তক্ষয় (Acute blood loss)।
  2. অস্থিমজ্জার কার্যকারীতা হ্রাস (Marrow failure), যেমন এ্যপ্লাস্টিক এনিমিয়া (Aplastic anaemia)
  3. পুরাতন প্রকৃতির কিডনীর অকার্যকারীতা (Chronic renal failure)।
  4. পুরাতন বিভিন্ন প্রকৃতির রোগজনিত এনিমিয়া (Anaemia due to chronic diseases)।

②. মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া (Microcytic hypochromic anaemia)

  1. লৌহের ঘাটতিজনিত রক্তাল্পতা (Iron deficiency anaemia)।
  2. থ্যালাসেমিয়া (Thalassaemia)।

③. ম্যাক্রোসাইটিক এনিমিয়া (Macrocytic anaemia)

  1. ভিটামিন বি ১২ এর ঘাটতি (Vit-V12 deficiency)।
  2. ফলিক এসিডের ঘাটতি (Folate deficiency)।

⮊. শরীরসম্বন্ধীয় রোগবৃত্তিক কারণ (Pathophysiological/ Aetiological classification)

     . রক্তক্ষরণ অথবা রক্তক্ষয়জনিত রক্তাল্পতা (Haemorrhagic or blood loss anaemia)

  1. তরুন প্রকৃতির রক্তক্ষরণ বা রক্তক্ষয় (Acute blood loss), যেমন দূর্ঘটনা।
  2. পুরাতন প্রকৃতির রক্তক্ষরণ বা রক্তক্ষয় (Chronic blood loss)।

     ❷. লোহিত রক্তকনিকার উৎপাদনজনিত ত্রুটি (Impaired RBC production)

  1. পুষ্টির ঘাটতিজনিত এনিমিয়া (Nutrional deficiency anaemia)।

►. লৌহের অভাবজনিত এনিমিয়া (Iron deficiency anaemia)।

►. ভিটামিনের অভাবজনিত এনিমিয়া (Vitamin deficiency anaemia)।

►. প্রোটিন এনার্জী ম্যালনিউট্রিশন (Protein energy malnutrition)।

  1. এ্যপ্লাস্টিক এনিমিয়া (Aplastic anaemia)।

            ►. লিউকেমিয়া (Leukaemia)।

            ►. লিম্ফোমা (Lymphoma)।

            ►. মায়েলোপ্রোলিফারেটিভ ডিজঅর্ডারস (Myeloproliferative disorders)।

  1. পুরাতন প্রকৃতির কিডনীর অকার্যকারীতা (Chronic renal failure)।
  2. পুরাতন বিভিন্ন প্রকৃতির রোগজনিত এনিমিয়া (Anaemia due to chronic diseases)।

            ►. ক্যান্সার।

            ►. টিউবারকুলোসিস।

            ►. বক্রক্রিমির সংক্রামন।

     ❸. রক্ত ত নজনিত/ ভেঙ্গে যাওয়াজনিত এনিমিয়া (Haemolytic anaemia)।

            ►. থ্যালাসেমিয়া (Thalassaemia)।

            ►. হাইপারস্পিনিজম (Hypersplenism)।

            ►.  (DIC)

এছাড়াও আরও একপ্রকার এনিমিয়া রয়েছে যার নাম মেগালোব্লাষ্টিক এনিমিয়া (Megaloblastic Anemia)। বিস্তারিত জানতে ক্লিক করুন।

কারণ (Causation)

  1. লৌহের ঘাটতিজনিত কারন (Iron deficiency)।
  2. বংশগত রোগজনিত কারন, যেমন থ্যালাসেমিয়া।
  3. অপুষ্টিজনিত কারন।
  4. পুরাতন প্রকৃতির কিডনী রোগ।
  5. কৃমিরোগের সংক্রামন।
  6. অস্থিমজ্জার রোগজনিত কারন, যেমন, লিউকেমিয়া, এ্যপ্লাস্টিক এনিমিয়া।
  7. পুরাতন প্রকৃতির সংক্রামক রোগজনিত কারণ, যেমন, কালাজ¦র, ম্যালেরিয়া।
  8. অন্যান্য কারন, যেমন, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, পৃরাতন প্রকৃতির যকৃতের রোগ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস।

কারা অধিক আক্রান্ত হন (More prone to)

  • যে কেউ যে কোন বয়সে আক্রান্ত হতে পারেন।
  • কিছু এনিমিয়া নির্ভর করে রোগীর বয়স, জাতি, লিঙ্গ ইত্যাদির উপর।
  • কিছু এনিমিয়া নির্ভর করে রোগের ধরণ ও প্রকৃতির উপর।

ক্লিনিক্যাল ফিচারস (Clinical features)

লক্ষন (Symptoms)

  • অত্যন্ত দূর্বলতা, মাথাঘোরা এবং নির্জিব অবস্থা।
  • খুব অল্পেই ক্লান্তিবোধ করা।
  • সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া।
  • অল্পেই বুক ধড়ফড় করা।
  • বুকে চাপবোধ করা অথবা বুকব্যথা হওয়া।
  • ঘনঘন এবং এবং ছোট ছোট শ্বাস-প্রশ্বাস।
  • মাথায় এবং কানে দপদপ করা অনুভ‚তি হওয়া।
  • কানে শোঁ-শোঁ, ভোঁ-ভোঁ শব্দ হওয়া।
  • ঋতুস্রাব বন্ধ (Amenorrhoea) পাওয়া যেতে পারে, অথবা ঋতুস্রাবকালীন তলপেটে ব্যথা (Dysmenorrhoea) হওয়াও অস্বাভাবিক নয়।
  • তন্দ্রাচ্ছন্নবোধ করা।
  • চোখে ঝাপসা দেখা।
  • হাত-পায়ে ঝিঁ-ঝিঁ ধরা, হাত-পায়ের আঙ্গুলে অবশ করা অনুভ‚তি হওয়া এবং হাত-পায়ের শীতলতা ।
  • মাথাব্যথা হওয়া।
  • চিন্তাশক্তি হ্রাসপ্রাপ্ত হওয়া।

চিন্থ (Signs)

  • চোখের সাদা অংশ, হাত-পায়ের তালু, ত্বক ফ্যাকাশে ও বিবর্ন দেখাবে।
  • নাড়ির স্পন্দন দ্রুত (Tachycardia) পাওয়া যাবে।
  • হৃৎপিন্ডের বিবৃদ্ধি (হার্ট ফেইলুরের অন্যতম কারণগুলোর মধ্যে মারাত্মক এনিমিয়া একটি)।
  • শোথ দেখা দিতে পারে।

প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigations)

  • CBC.
  • Blood grouping and Rh factor.
  • Peropheral blood film.

ব্যবস্থাপনা (Management)

কারন অনুসন্ধান করতে হবে এবং সেইমতো ব্যবস্থাপনা প্রদান করতে হবে।

ভিটামিন এবং আয়রনসমৃদ্ধ খাদ্য খাওয়ার পরামর্শ দিতে হবে (তবে বিশেষ কিছু রক্তরোগে আয়রনসমৃদ্ধ খাদ্য অবশ্যই পরিহার করতে হবে, যেমন থ্যালাসেমিয়া)।

প্রয়োজনে রোগীকে বিশুদ্ধ রক্তদানের ব্যবস্থা করতে হবে।

যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।

আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়

ডা. রাতুল মাহমুদ সজল

বি.এইচ.এম.এস.

নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।

প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

About Author

3 thoughts on “এনিমিয়া (Anaemia) বা রক্তাপ্লতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *