নওয়াব আলী হোমিও চিকিৎসালয় (ডাঃ নওয়াব আলী প্রফেসরের বাসা), ৩৬৬, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
+৮৮০-১৭২০-৬৬৭১১৭
বার্থোলিন’স এ্যাবসেস (Bartholin’s Abscess)

বার্থোলিন’স গ্রন্থি নারীর যোনীপথের দুইদিকের দেয়ালে অবস্থিত বাদামের মতো গ্রন্থি বিশেষ। এরা যোনীপথে রস নিঃসরন করে এবং যোনীপথকে আদ্র রাখে। এই গ্রন্থির নালীমুখ কোনকারনে রুদ্ধ হয়ে গেলে, স্বাভাবিক রসক্ষরন ব্যহত হয় এবং রস আবদ্ধ হয়ে বার্থোলিন’স সিস্ট এর সৃষ্টি করে।

অনেকসময় এখানে জীবানু সংক্রামনজনিত কারনে পূঁজ সঞ্চয় হলে তাকে বার্থোলিন’স এ্যাবসেস (Bartholin's abscess) বলে।

কারা অধিক আক্রান্ত হন (More Prone To)

  • যে কেউ যেকোন বয়সে আক্রান্ত হতে পারেন, তবে মধ্যবয়সীরা অধিক আক্রান্ত হন।
  • বিবাহিতারা অধিক আক্রান্ত হন।
  • যাঁরা অপরিস্কার অপরিচ্ছন্ন থাকেন তাঁরা অধিক আক্রান্ত হন।
  • যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম, তাঁরা অধিক আক্রান্ত হন।
  • যাঁরা দরিদ্র শ্রেনীর তাঁরা অধিক আক্রান্ত হন।
  • যাদের একাধিক যৌনসঙ্গি থাকে তাদের আক্রান্ত হবার ঝুঁকি বেশী থাকে।
  • ডায়বেটিস মেলিটাসের রোগীদের আক্রান্ত হবার ঝুঁকি বেশী থাকে।

কারন (Causation) 

  • বার্থোলিন’স গ্রন্থিতে জীবানু সংক্রামন।
  • বার্থোলিন’স সিস্ট এ জীবানু সংক্রামন।
  • যৌন সংক্রামক রোগ।
  • আঘাত।

ক্লিনিক্যাল ফিচারস্ (Clinical Features)

লক্ষন (Symptoms)

  • যোনীপথের একদিকের দেয়ালে অধিক হয়।
  • যোনীপথে শক্ত, লালবর্নের ফোঁড়া সদৃশ্য পিন্ড দেখা দেয়।
  • ভীষন ব্যথা করে এবং আড়ষ্টতা থাকে।
  • শরীরে জ্বর থাকে।
  • রোগী চলাফেরায় ভীষন কষ্ট অনুভব করে।
  • অনেকসময় কাপড়ের স্পর্শেও তীব্র ব্যথা এবং জ্বালার সৃষ্টি হয়।
  • বাইরে থেকে উত্তপ্ত অনুভব হতে পারে।
  • ফোঁড়া থেকে পাতলা, দুঃর্গন্ধযুক্ত রস নিঃসরন হতে পারে।
  • সহবাস কষ্টকর এবং অসম্ভব হয়ে ওঠে।

চিন্থ (Signs)

  • ল্যাবিয়া ম্যাজোরা (Labia majora) অথবা ল্যাবিয়া মাইনরা (Labia minora) তে একটা পিন্ড আকারের ফোঁড়া দেখতে পাওয়া যাবে, যা
  • হালকা লাল অথবা ত্বকের বর্নবিশিষ্ট হবে।
  • চাপলে ব্যথা হবে।
  • স্পর্শকাতরতা থাকবে।
  • যোনীওষ্ঠ নোংরা এবং অস্বাস্থ্যকর দেখাবে।
  • পূঁজ থাকতে পারে।
  • হালকা স্রাব থাকতে পারে।
  • জ্বর থাকবে।

ব্যবস্থাপনা (Management)

  • অবশ্যই ফোঁড়া এবং তার আশেপাশের অংশ পরিস্কার এবং জীবানুমুক্ত রাখতে হবে।
  • লক্ষণসাদৃশ্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে হবে।
  • আক্রান্ত স্থানে তৈল ব্যবহার পরিহার করতে হবে।
  • আক্রান্ত স্থান যথাসম্ভব শুকনো রাখার পরামর্শ দিতে হবে।
  • অনেকসময় হিপ বাথ (Hip bath) করলে উপশম পাওয়া যায়।
  • অনেকসময় উত্তাপ প্রয়োগে উপশম পাওয়া যায়।
  • প্রয়োজনে সার্জিক্যাল ড্রেনেজ (Surgical drainage) এর ব্যবস্থা করতে হবে।

যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।

আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়,

ডা. রাতুল মাহমুদ সজল

বি.এইচ.এম.এস.

নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।

প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *