নওয়াব আলী হোমিও চিকিৎসালয় (ডাঃ নওয়াব আলী প্রফেসরের বাসা), ৩৬৬, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।
+৮৮০-১৭২০-৬৬৭১১৭
আয়রণ ডিফিসিয়েন্সী এনিমিয়া (Iron Deficiency Anaemia)

এটি একটি সাধারণ প্রকৃতির মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া (Microcytic hypochromic anaemia)। আয়রণ ডিফিসিয়েন্সী এনিমিয়ায় রক্তে পর্যাপ্ত পরিমানে লৌহের ঘাটতির কারণে রক্তের হিমোগ্লোবিনগুলো যথেষ্ট পরিমানে সংশ্লেষিত হতে পারে না।

স্বল্পোন্নতো দেশগুলোতে এটি একটি অতি সাধারণ প্রকৃতির এনিমিয়া। এসব দেশে মোট জনসংখ্যার ৩০% মানুষ আয়রণ ডিফিসিয়েন্সী এনিমিয়ায় ভোগে।

কারন (Causation)

  1. শারিরীকভাবে লৌহের চাহিদা বৃদ্ধি, কিন্তু পর্যাপ্ত যোগানের অভাব, যেমন

     ⮊. নারীদের ক্ষেত্রে (প্রজননের বয়সে)

          ►. প্রথম যৌবনাগমনকালে ঋতুস্রাব।

          ►.  ঋতুস্রাব।

          ►.  গর্ভাবস্থা।

          ►. ঘনঘন গর্ভধারন।

          ►.  রোগসংক্রান্ত কারণে রক্তক্ষয় (Pathological blood loss)।

          ►. থ্রেটেন্ড এ্যবরশন।

          ►. খাবারে লৌহের ঘাটতি।

     ⮊. প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীদের ক্ষেত্রে (ঋতুস্রাব বন্ধ হবার পর)

          ►. দারিদ্রতা।

          ►. আমিষজাতিয় খাদ্য কম খাওয়া।

          ►. অপর্যাপ্ত খাদ্যগ্রহন।

          ►. খাদ্যে লৌহের ঘাটতি।

          ►. রোগসংক্রান্ত কারণে রক্তক্ষয় (যেমন Dysfunctional uterine bleeding বা DUB)।

     ⮊. নবজাতক ও শিশুদের ক্ষেত্রে

          ►. ভ‚মিষ্ট হওয়ার সময় মায়ের শরীর থেকে প্রাপ্ত আয়রণের ঘাটতি।

          ►. সময়ের পূর্বে ভ‚মিষ্ট হওয়া।

          ►. স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন নিয়ে ভ‚মিষ্ট হওয়া।

          ►. মায়ের বুকের দুধ না পাওয়া।

          ►. মায়ের অপুষ্টি ও আয়রণের ঘাটতি।

          ►. খাদ্যে লৌহের ঘাটতি।

     ⮊. রক্তক্ষয়জনিত কারণ

          ►. রক্তস্রাবী পেপটিক আলসার।

          ►. পাইলস।

          ►. মূত্রতন্ত্রে রক্তক্ষরণ।

          ►. পালমোনারী হেমোসিডারোসিস।

          ►. ইসোফেগাল ভেরিসিস (Oesophageal varices) থেকে রক্তক্ষরন।

          ►. বক্রক্রিমির সংক্রামন (Hookworm infestation)।

     ⮊. অন্যান্য কারন

          ►. পুরাতন ডায়রিয়া।

          ►. পাকস্থলীর হজম রসে হাইড্রোক্লোরিক এসিডের ঘাটতি (Achlorydria)।

কারা অধিক আক্রান্ত হন (Achlorydria)

♦. যে কেউ যে কোন বয়সে আক্রান্ত হতে পারেন তবে, শিশু, নারী ও বৃদ্ধরা অধিক আক্রান্ত হন।

♦. দরিদ্রশ্রেনীর মানুষরা অধিক আক্রান্ত হন।

♦. নিরামীষভোজীরা অধিক আক্রান্ত হন।

♦. খাবার নিয়ে যাঁরা খুঁতখুঁতে স্বভাবের তাঁরা অধিক আক্রান্ত হন।

♦. বারবার রক্তদাতারা অধিক আক্রান্ত হন।

ক্লিনিক্যাল ফিচারস (Clinical features)

লক্ষন (Symptoms)

⮚. ক্ষুধামন্দা (বিশেষত: নবজাতক ও শিশুদের)।

⮚. অত্যাধিক দূর্বলতা ও অবসন্নতা।

⮚. কর্মতপরতা হ্রাস পাওয়া।

⮚. বুক ধড়ফড় করা।

⮚. সামান্য শ্রমে হাঁপিয়ে যাওয়া।

⮚. শরীর, মুখমন্ডল ফুলে যাওয়া এবং গোড়ালীতে শোথ দেখা দেয়া।

⮚. অখাদ্য-কুখাদ্যে টান দেখা দেবে, বিশেষ করে, শুকনো চাল, খড়ি-মাটি, শুকনো মাটি ইত্যাদি। অনেকের ক্ষেত্রে বরফ, চর্বি ইত্যাদি খাবার প্রবল আগ্রহ দেখা দেবে।

⮚. শিশু হঠাৎ কাঁদতে কাঁদতে প্রায় মিনিটখানেক দমবন্ধ করে জ্ঞান হারানোর মতো অবস্থা হবে এবং নীলবর্ন ধারণ করবে।

(শেষের দুইটি আয়রণ ডিফিসিয়েন্সী এনিমিয়ার খুব গুরুত্বপূর্ন কিন্তু অবহেলিত লক্ষন। এই দু’টি লক্ষনকে গুরুত্ব না দিলে শিশুর মানসিক বিকাশে ত্রæটি, লেখাপড়ায় অমনোযোগীতা, খিটখিটে মেজাজের হয়ে যাওয়া ইত্যাদি)।

চিন্থ (Signs)

⮚. ফ্যাকাশে, বিবর্ন ও রক্তশূন্য ত্বক ও মুখমন্ডল।

⮚. ঠোঁটের দুই কোনে ক্ষত হওয়া (Angular stomatitis)।

⮚. জিহ্বা প্রদাহ (Glossitis) এবং জিহ্বা কাঁচা মাংসের মতো দেখাবে।

⮚. আঙ্গুলের নখ ফেটে যাওয়া বা সহজেই ভঙ্গুড় হয়ে যাওয়া।

⮚. হাত-পা শীতল হয়ে যাওয়া।

⮚. নখের অগ্রভ্রাগ এবং নিম্নাংশ সাদা হয়ে মধ্যাংশ ভেতরে ডেবে যাওয়া (Koilonychia)।

⮚. পামার-ভিসন সিনড্রোম।

⮚. যকৃত বড় হয়ে যাওয়া (মারাত্মক ক্ষেত্রে)।

ব্যবস্থাপনা (Management)

>. অবশ্যই লক্ষনসাদৃশ্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে হবে।

>. সামগ্রীক হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়রণ সমৃদ্ধ খাবার, যেমন মাংস, সামদ্রিক খাদ্য ও মাছ, আপেল, ডালিম, গাঢ় সবুজ শাক-সব্জি, কিসমিস ইত্যাদি আয়রণসমৃদ্ধ খাবার দিতে হবে। প্রয়োজনে ভিটামিন ফেরাস সালফেট দিতে হবে।

“জেনে রাখা ভালো”

অনেকের ধারণা ভিটামিন মানে “এ্যালোপ্যাথি ঔষধ”। কিন্তু এটি একটি ভুল ধারণা। ভিটামিনের বাংলা প্রতিশব্দ হলো “খাদ্যপ্রান” - অর্থাৎ খাদ্যের অন্যতম অংশটুকু। এটি কোন “ঔষধ” নয়। এটি না হোমিওপ্যাথির কোন অংশ না এ্যালোপ্যাথির অংশ। এটি খাদ্যের মূল অংশ মাত্র।

>. কখনোই এ্যান্টাসিড জাতীয় ঔষধের সাথে ফেরাস সালফেট দেয়া যাবে না। তবে আয়রণসমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি বা ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য দেয়া যেতে পারে।

প্যাথলজীক্যাল ইনভেষ্টিগেশান (Pathological investigations)

💧. Hb %. 

  • Mild anemia: Below11gm/dl 
  • Moderate anaemia: Below 9g/dl
  • Severe anaemia: Below 6g/dl

💧. Blood Film.

  • (RBC - MCV, MCH, MCHC - Reduced)
  • WBC - Normal.
  • Platelets - Normal.

💧. Serum iron - Reduced (15 - 60 µgm/dl). Normal value - 60 - 170 µgm/dl)

💧. Serum ferritin - Low level.

💧. Iron binding capacity - Increased (550 µgm/dl). Normal value - 250 - 450 µgm/dl)

💧. Saturation of iron-binding protein - Decrease about 10%

Special investigations.

💧. Stool examination for occult blood and hookworm.

💧. Ba meal X-ray for peptic ulcer and gastric carcinoma.

💧. Ba. swallow for oesophageal varices.

💧. Ba. enema for Carcinoma colon, ulcerative colitis.

💧. Urine examination for haematuria.

💧. Chest X-ray to find out Pulmonary lesion.

আরও জানতে ক্লিক করুনঃ এনিমিয়া (Anaemia) বা রক্তাপ্লতা, এ্যপ্লাস্টিক এনিমিয়া (Aplastic Anemia), আয়রণ ডিফিসিয়েন্সী এনিমিয়া (Iron Deficiency Anaemia), মেগালোব্লাষ্টিক এনিমিয়া (Megaloblastic Anemia)

যে কোন সমস্যায় আপনার নিকটস্থ দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও সাশ্রয়ী।

আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায়

ডা. রাতুল মাহমুদ সজল

বি.এইচ.এম.এস.

নওয়াব আলী হোমিও চিকিৎসালয়, বালুবাগান, চাঁপাইনবাবগঞ্জ।

প্রাক্তন প্রভাষক, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *